আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি মাত্রার কালবৈশাখীর পূর্বাভাস
প্রকাশিত : ৩১ মার্চ ২০২৩
শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি শক্তিমাত্রার কালবৈশাখী ঝড় দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে। শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মু. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ঝড়ের গতিবেগ সাধারণত ৪৫ থেক ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। তবে মাঝে-মধ্যে ঝড়ের গতিবেগ বাড়তেও পারে। এ সময় ব্রজপাত বা শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
৩ এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে উল্লেখ করেন আবুল কালাম। জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। আর রাজধানীতে ঢাকায় মধ্যরাতে বয়ে গেছে মাঝারি আকারের কালবৈশাখী ঝড়। পাশাপাশি সারাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত এবং মাঝারি আকারের ঝড় হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।