ইংল্যান্ড সিরিজের আগে সাকিবরা পাচ্ছেন হেড কোচ
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩
গত মাসে ভারত সিরিজ শেষ হতেই পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। আগামী মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। ইংলিশদের বিপক্ষে সেই সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ নিয়োগের প্রক্রিয়া আগামী মাসেই শুরু হবে। বিদেশি কোচদের সাক্ষাৎকার নেবে ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন আবারো বাংলাদেশের কোচ হতে পারেন সাবেক প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘হাতুরুসিংহের কথা আমি বলতে পারছি না। আমি যেটা জানি, আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। আগামী মাসে একজন বা দুইজন আসবেন ইন্টারভিউ দিতে। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করব একজন প্রধান কোচ নিয়োগ দেওয়ার জন্য।’
এক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, এখন বিপিএল হচ্ছে; আমাদের হাতে অনেক সময়ও আছে। কোচ না থাকায় পরিকল্পনায় কোনো সমস্যা হবে না। ইংল্যান্ড সিরিজের আগে ইনশাআল্লাহ কোচ নিয়োগ দিতে পারব।