কলপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনিক সংবর্ধনা
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলপাড়ায় মহান বিজয় উপলক্ষে জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনিক সংবর্ধনা দেয় হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ সংবর্ধনা দেয় হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বদিউর রহমান বন্টিন , ডেপুটি কমান্ডার সাংবাদিক হাবিবুল্লাহ রানাসহ আরো অনেকে। এ সময় জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।