কলাপাড়ায় সুবিধাবঞ্চিত গোষ্ঠীর উন্নয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাবঞ্চিত গোষ্ঠীর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর, লাতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল খাঁন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আখতার।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ মনিটরিং ম্যানেজার জেমস লিটন হালাদার, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, মাহামুদা মুক্তা, মনিটরিং অফিসার বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় গ্রামীন কৃষি উন্নয়নসহ ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ’র পরিবর্তন প্রকল্পের কাজের আগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।