কলাপাড়ায় চেয়ারম্যান শিমুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ’র আদেশ
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো.শাহআলম হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামী টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমুকে চার দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আসামী পক্ষের কৌশলীরা জামিন আবেদন করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.শওকত জাহান’র সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে চার দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, দশ লাখ টাকা চাঁদার দাবীতে গত ২৯ নভেম্বর বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তাড়িকাটা গ্রামে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে চেয়ারম্যান মশিউর রহমান শিমুসহ ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলায় স্বস্ত্রীক চেয়ারম্যানসহ এজাহারভুক্ত আসামী মো. নেছারউদ্দিন হাওলাদার (৩৫) মো. ইমরান গাজী (৩০) ও মো. নাঈম (৩০) কে পুলিশ গ্রেফতার করে।
এদিকে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনায় বিচারের দাবীতে গত ২ ডিসেম্বর বেলা ১১ টার দিকে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এক মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। পরে তারা সংবাদ সম্মেলন করেন। এছাড়া চেয়ারম্যান পুত্রকে নির্দোষ দাবি করে পিতা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ আখতারুজ্জামান কোক্কা পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।