কলাপাড়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসার ৩ জন করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রবিবার বেলা ১১ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা কমিটির সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের অনুষ্ঠানে বিজ্ঞান শিক্ষার বিস্তার লাভ করে।