কলাপাড়ায় মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৮ ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.রাকিবুল ইসলাম মৃধা (২০) নামের এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা জায়নি। সে ওই গ্রামের ফজলু মৃধার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।