কাবাডিতে ইতিহাস গড়তে চান রেখা
প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩
দেশে প্রথম আয়োজিত মেয়েদের করপোরেট কাবাডির ফাইনাল মঙ্গলবার। ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে বেলা ৩টায় চ্যাম্পিয়ন শিরোপার জন্য লড়বে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া।
টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার বলেন, ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই। আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী সরকার, সোমা আক্তার, রুপালী আক্তার। কোচের নির্দেশ মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরাই জিতব ইনশাআল্লাহ।
ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য, করপোরেট কাবাডির শিরোপা জেতা। জাতীয় দলের খেলোয়াড় সরস্বতী ও আমি রয়েছি। আমরা ভালো খেলেই এখানে এসেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও ভালো খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।