কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত বিদেশী পিস্তল উদ্ধার
প্রকাশিত : ৫ নভেম্বর ২০২২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রামকৃঞ্চপুর ইউপির হাতিশালা এলাকায় চোরাচালান বিরোধী টহল দিচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র ৪৭ ব্যাটালিয়ানের অধিন ঠোটারপাড়া ক্যাম্পের সদস্যরা।
এ সময় তারা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে, কাউকে গ্রেফতার করতে পারেনি। বিজিবির ঠোটারপাড়া ক্যাম্পের ইনচার্জ সুবেদার আমজাদ হোসেন জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে পিস্তলটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে তারা ধারনা করছেন।