কুয়াকাটায় মহান বিজয় দিবস পালিত হয়েছে
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিকেল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে ও কাজী সাঈদের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর দেশটি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় আমরণ কাজ করে যাব।
পাশাপাশি কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক),কুয়াকাটা ক্লাব, কুয়াকাটা পৌর যুবলীগ,ছাত্রলীগ,মহিপুর থানা যুবলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্প অর্পনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের শ্রদ্ধাবরে স্মরণ করে। দিবসটি উপলক্ষ্যে কুয়াকাটা প্রেসক্লাব কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা,ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন পুস্প অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,মহিপুর থানা যুবলীগের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক )’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান সোহেল,কুয়াকাটা যুব সমাজ কল্যান সমিতির সভাপতি রোটারিয়ান মোঃ জিয়াউর রহমান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।