গলাচিপায় কেন্দ্রীয় যুবলীগ নেতাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় যুবলীগ নেতাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় গলাচিপা পৌর ফেরিঘাটে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মু. মামুন আজাদের আগমনে গলাচিপা পৌর আওয়ামী লীগ কমিটির স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা মিছিল দিয়ে তাকে স্বাগত জানায়।
এ সময় কেন্দ্রীয় নেতাকে নিয়ে গলাচিপা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। কেন্দ্রীয় যুবলীগ নেতা মু. মামুন আজাদ উপস্থিত যুবলীগের নেতা-কর্মীদের দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন রাষ্ট্র প্রধান নন। তিনি একজন রাষ্ট্রনায়ক। কারণ একটি দেশ, একটি জাতী আগামী পঞ্চাশ বছর পর কি করবে তা তিনি চিন্তা করেন।
এটি গবেষণার বিষয়। তারই সফল প্রতিফলন গলাচিপায় দেখলাম। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া মানুষের কাছে পৌছে দিবেন। তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশে উন্নয়ন হবে, আর দেশে উন্নয়ন হলে এর সুফল আপনারা পাবেন।