গলাচিপায় শ্রী শ্রী কালি ও শীতলা পূজা অনুষ্ঠিত
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায়শ্রী শ্রী কালি ও শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মত এ বছরও চৈত্র মাসের শেষ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া রাস্তার উত্তর পাশে কালি ও শীতলা মন্দিরে শীতলা পূজা এবং রাতে কালি পূজা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কালি ও শীতলা মন্দিরের পুরোহিত নিতাই চক্রবর্তী ও নিমাই চক্রবর্তী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি নিপি সাহা বলেন, শান্তিপূর্ণভাবে এ পূজা অনুষ্ঠি হয়েছে। এ বছর ভক্তদের সমাগত ছিল অনেক বেশি। বুধবার (১২ এপ্রিল) সকালে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।