গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নোমান পারেভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পানপট্টি ইউ পি চেয়ারম্যান মাসুদ রানা ও ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।