গলাচিপায় ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার
প্রকাশিত : ১ অক্টোবর ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গলাচিপা কোর্ট প্রাঙ্গণে এ বিষয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্ব পালনে তাদের পাঠানো হয়। আনসার সদস্যরা মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
এছাড়া প্রত্যেকটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্যারেডে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত জনাব আতিকুল ইসলাম এবং গলাচিপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদার সহ থানার অফিসার বৃন্দ।
এসময় উপস্থিত আনসার সদস্যদের কে ব্রিফিং প্যারেডে আসন্ন দূর্গা পূজার ডিউটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।