গলাচিপা সরকারী ডিগ্রি কলেজে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত : ১ অক্টোবর ২০২২
সঞ্জিব দাস,গলাচিপা ( পটুয়াখাল) প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি ক্রীয়া সংস্কৃতি চর্চায় দেশের গৌরব উজ্জ্বল হয়, গতকাল শনিবার কলেজ ফুটবল খেলার মাঠে বিকাল ৪ ঘটিকায় ফুটবল খেলা টুর্নামেন্ট মাঠে, খেলোয়াড়দের সাথে উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে, পটুয়াখালী ১১৩ (৩) গলাচিপা -দশমিনা নির্বাচনী এলাকার সৎ, নিষ্ট, শিক্ষা ও ক্রীয়া বান্ধব জননেতা আলহাজ্ব এস এম শাহজাদা (এমপি) এ কথা বলেন।
খেলা উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মোঃ শাহ আলম, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোফাজ্জল হোসেন মাসুদ, আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো, কাওসার তাং সহ ছাত্রলীগের কলেজ শাখার নেতৃবৃন্দ।
এই টুর্নামেন্টে কলেজের আটটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় একাদশ (বানিজ্য বিভাগ) ও স্নাতক বর্ষের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায়, শত শত যুবক ক্রীয়া মোদি, জনতা খেলা উপভোগ করেন। সার্বিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। খেলা পরিচালনা করেন ক্রীয়া শিক্ষক মোঃ জলিল মিয়া।