চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচন আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের শুরুতেই একটি কেন্দ্রে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থীর (আপেল প্রতীক) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৭ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান।
প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান জানান, সকালে ভোট গ্রহণ শুরুর আগে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), সামিউল হক লিটন (স্বতন্ত্র) ও কামরুজ্জামান খান (বিএনএফ)।