জাতীয় ছাত্র সমাজ বরিশাল বিভাগের বিভাগীয় নতুন কমিটি গঠন
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩
পল্লীবন্ধু হুসেইন মোহাম্মাদ এরশাদরের আদর্শে গড়া ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সমাজ বরিশাল বিভাগীয় কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। উক্ত কমিটিতে কুয়াকাটার কৃর্তি সন্তান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি, বরিশাল সরকারি বি এম কলেজ এর মেধাবী ছাত্র নেতা, মোঃ সোহাগ খান কে আহবায়ক, এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মেধাবী ছাত্র নেতা, মৃর্ধা মিরাজুল ইসলাম রাজ কে সদস্য সচিব করে ও অন্য অন্য কেন্দ্রীয় ছাত্র নেতাদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে অনুমোদন করেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি মোঃ আল মামুন ও সাধারন সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম খান।
এতে উক্ত কমিটির, আহবায়ক মোঃ সোহাগ খান বলেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, বরিশাল বিভাগের সকল জেলা উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী কমিটি গঠন করতে চাই সম্মেলনের মাধ্যমে। যাতে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের সার্থে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে মাঠে, জাতীয় ছাত্র সমাজ। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক জনবন্ধু জি এম কাদের এর বিশস্থ ভ্যানগাট হিসেবে সবসময় কাজ করে চলছে,এবং আগামী দিনেও করবে, জাতীয় ছাত্র সমাজ।