ঝিনাইদহে ২ শতাধিক অসহায় নারীদের বিনামুল্যে আইনী সেবা প্রদাণ
প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ২ শতাধিক অসহায় নির্যাতিতা নারীদের বিনামুল্যে আইনী সেবা প্রদাণ করা হয়েছে।
রবিবার সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সেবা প্রদাণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনে সহযোগিতায় এইড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল থেকে বিকাল পর্যন্ত কুমড়াবাড়ীয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক নারীদের আইনী সেবা প্রদাণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবি পারভীন আক্তার ছালমা, ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী বীনা আক্তার। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, এইড কর্মকর্তারা বক্তব্য রাখেন।