তোমার শহর : এ আর কুতুবে আলম
প্রকাশিত : ১২ জুলাই ২০২৩
তোমার শহর
এ আর কুতুবে আলম
———————————-
তোমার শহর ছেড়ে আমি
আসছি কলাপাড়া,
মনের মাঝে তোমার স্মৃতি
করে আমায় তাড়া।
তোমার শহরে কর্ম আমার
পড়ালেখাও করেছি,
কলাপাড়া এসে আমি
মানসিক ভাবে মরেছি।
তোমার শহরের সবাই যেন
আমার আপনজন,
কলাপাড়া এসে আমার
ভাল লাগে না মন।
জন্মস্থান কলাপাড়া থানার
ধানখালীর এক গাঁয়ে,
জীবন খ্যাতি অর্জন করেছি
প্রিয় ফতুল্লায়ে।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ছবি
হৃদয়ে মাঝে আঁকা,
শাহফতেউল্লাহর শহরটি ছাড়া
মনটা থাকে ফাঁকা।
তোমার শহরে সম্মান শ্রদ্ধা
পেয়েছি উচুশীরে,
এই শহরে সম্মান প্রাপ্তির তরী
চলে ধীরে ধীরে।
বছর ঘুরে আসবো ফিরে
আমার প্রিয় শহরে,
দোয়া করবে আমার জন্য
মাগরিব ইশা যোহুরে।