পল্লবীতে প্লট দখল করে রেখেছে অজ্ঞাতরা, দিচ্ছে হুমকি
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পল্লবীতে ১০ কাঠার একটি প্লট অজ্ঞাতদের বিরুদ্ধে জোরপূর্বক দখলের অভিযোগ ওঠেছে। অজ্ঞাত কয়েকজন গায়ের জোরে জমিটি দখল করে রেখেছে বলে অভিযোগ মালিকপক্ষের লোকদের। নিজেদের জমি বুঝে নিতে গেলে মালিকদেরকে হুমকিও প্রদান করা হচ্ছে। এ অবস্থায় মালিকপক্ষ গত ১৪ আগস্ট পল্লবী ধানায় একটি অভিযোগ দাখিল করেছে মালিকপক্ষ। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে পরবর্তীতে গত ২১ আগস্ট ১ম সিনিয়র সহকারী আদালতে একটি দেওয়ানি মামলাও করা হয়েছে।
জমির মালিকদের একজন আমি নোমানুল হক চৌধুরী জানান, তিনি ও প্রফেসর মোহাম্মদ আবু বক্করসহ (আ.) আরো ৭ জনসহ গত বছরের ৬ এপ্রিল পল্লবী থানাধীন বাউনিয়া মৌজায় সিরাজুল ইসলামের কাছ থেকে ১০ কাঠা জমি ক্রয় করি। এটি মূলত একটি খোলা জায়গা যার কিছু অংশ দিয়ে সাধারণ মানুষ চলাচল করতো। জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সেখানে সীমানা দেয়াল নির্মাণের জন্য গেলে আলীনগর আবাসিক এলাকার কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তা নির্মাণে বাধা দেয় ও হুমকি প্রদান করে। শুধু তাই এক পর্যায়ে অজ্ঞাতদের কয়েকজন আমাদের পক্ষের লোকজনকে মারধর করে। এ বিষয়ে আমরা একই বছরের ১২ সেপ্টেম্বর পল্লবী থানায় একটি সাধারণ ডাইরি করি।
উক্ত বিষয়ে স্থানীয় আ’লীগ নেতাসহ অনেকে অবগত থাকা সত্তে¡ও আমরা আমাদের জমিতে বিভিন্ন হামলার সম্মুক্ষন হই। সর্বশেষ ১০/০৮/২০২৪ইং তারিখে রাত আনুমানিক ১০.৪৯ ঘটিকায় গোলাম রাজ্জাক ও তার সহচর মো. আজিজুল হক টিটু কয়েকজন লোক নিয়ে আমাদের প্লটের সাইনবোর্ড ফেলে দিয়ে নিজিদের দখলে নেন এবং মোবাইলে আমাকে হুমকি ধমকি প্রদান করেন। দখলকারীরা গোলাম রাজ্জাক ও আজিজুল হক টিটুকে বার বার কাগজপত্র নিয়ে বসতে বল্লেও বসতে রাজি না হয়ে কিছু সন্ত্রাসী দিয়ে প্লটটি দখল করে রাখে।
গত ৩ সেপ্টেম্বর আমরা জমির মালিকগণ স্থানীয় লোকজনের সহযোগিতা আমাদের জমি পূনরুদ্দার করি এবং ৪ জন দুষ্কৃতিকারীকে থানায় দিতে নিলে জনাব আসাফ উদ্দিন নামে এক ব্যক্তি অনুরোধে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ০৫/০৯/২০২৪ইং তারিখে মোঃ গোলাম রাজ্জাক, আজিজুল হক টিটু স্থানীয় এক গন্যমান্য ব্যক্তির দপ্তরে বৈঠক করেন দুই পক্ষের আইনজীবি সহ কিন্তু এতে করে দেখা যায় যে, জনাব মোঃ রাজ্জাক এর নামে কোন কাগজপত্র নেই।
কিন্তু আজিজুল হক টিটু এর একটি ত্রুটিযুক্ত কাগজ উপস্থাপন করেন যাহার বায়া দলিল রেজিষ্ট্রি অফিসে রেকর্ডভুক্ত নহে। উক্ত বৈঠকে ওনারা ৭ (সাত) দিনের সময়ে যথাযথ কাগজ প্রদানের কথা বল্লেও যথাযথ কাগজ না দিয়ে বিভিন্ন মিথ্যা বানোয়াট ঘটনার বর্ণনা করত বিভিন্ন কথিত আওয়ামী লীগ ও বিএনপির নেতা নিয়ে প্লট আবার জবর দখল করার চেষ্টা করছেন।