পেশাগত দ্বায়িত্ব শেষে অবসর সময় থাকতে চান সাধারণ মানুষের কল্যানে
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন শেষ করলেন লেপটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ। অবসর সময় কাটাতে বেছে নিয়েছেন এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নকে গতিশীল করা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গলাচিপা,দশমিনা উপজেলার অবসর প্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার নেতৃবৃন্দ।
শুক্রবার(৩০)সেপ্টেম্বর দুপুর বারটয় গলাচিপা ফেরিঘাটে লেপটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ এর আগমনে উপস্থিত হন অবসর প্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা সদস্য ও নেতৃবৃন্দরা। এ সময় ফুলেল শুভেচছা দিয়ে অভিনন্দন জানান এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
লেপটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ এর আগমন উপলক্ষে আরও উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মু. আবুল কালাম,পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ম্যালকার,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেত কর্মী উপস্থিত ছিলেন।