বজ্রপাতে নিহত দুই পরিবারকে ৪০হাজার টাকা অনুদানের চেক প্রদান
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২
সঞ্জিব দাস (গলাচিপা) (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সম্প্রতি দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় গলাচিপা পৌরসভার বাসিন্দা মোস্তফা হাওলাদার ও চরকাজল ইউনিয়নের মামুন মিয়া বজ্রপাতে অকাল মৃত্যু ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের স্ত্রী দয়কে বুধবার বিকেলে সারে তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উভয়ের স্ত্রীর হাতে ২০ হাজার টাকা করে দুই জনকে মোট ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।