বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী
প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটে নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ১৭৯৩।বিএনপি ২৩৩২ ও স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারি পেয়েছেন ১৭৭৫ ভোট। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার ৬৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ করা হয়।