মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নে শীতার্তদের কম্বল বিতরণ
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে মঙ্গলবার দুপুরে শীতার্তদে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিতরণীতে প্রধান অতিথি ছিলেন , ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান লাল।
বিশেষ অতিথি ছিলেন ,মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জামাল হোসেন শরীফ , এইচ এম মইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ প্রমুখ। বারইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩ শ’ পরিবারের মাঝে এ কম্বল বিতরণীতে ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।