মৌলভীবাজারে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প-পর্যায় ২ বিষয়ক অভিভাবক সভা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জেনারেশন ব্রেক ব্রেকথ্রূ প্রকল্প-পর্যায়-২ বিষয়ক অভিভাবক সভা অনুষ্টিত হয়েছে আজ ১৯ ডিসেম্বর সকালে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর‘র বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে জেলা শিক্ষা অফিস ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনশ্রী দেব (জুই)।

এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন- বিদ্যালয়ের সহ ঃ প্রধান শিক্ষক মোতাহের হোসেন ভুঁইয়া, সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেম, রুবেল মিয়া, রেহানা আক্তার, রীতা সরকার, শহীদুল ইসলাম, এনামুল হক, আব্দুল মুমিন, দাতা সদস্য মোঃ আব্দুল কাদির শিক্ষানুরাগী আব্দুল হামিদ, ইউপি সদস্য শেখ মোঃ নেছার আলী, মোঃ হুমায়ুন কবির, ইমরান আহমদ, মোঃ সাহেদুর রহমান, শাহীন আহমদ, মোঃ সাহাদত আলী, আঃ কাদির মোঃ নাছির মিয়া, কুতুব উদ্দিন, মিলাদ খান, জুনায়েদ মিয়া, রাহাত আহমদ শিফন, রুমেল আহমদ, আব্দুল মতিন, শিফা রাণী দেব, অসিত রাণী কর, রতœা বেগম, শিফা বেগম, আঃ মতিন প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :