মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা কলেজে জনসচেতনতামূল প্রচারনা ও কুইজ প্রতিযোগীতা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে “জনসচেতনতামূলক প্রচারণা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সৈয়দ শাহ মোস্তফা কলেজ মিলনায়তনে আজ ২৮ সেপ্টেম্বর সকালে। সৈয়দ শাহ মোস্তফা কলেজ এর অধ্যক্ষ মোঃ মুসফিকুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন-মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
“প্রশিক্ষন নেব, দক্ষ হব, নিয়ম মেনে বৈধ পথে বিদেশ যাব” শ্লোগনকে সামনে রেখে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এর আয়োজনে অনুষ্ঠানে প্রজেন্টেশন এর মাধ্যমে মন্ত্রণালয়,বিএমইটি, কল্যাণ বোর্ড, বোয়েসেল এবং ডেমোর সার্বিক কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কলেজের ছাত্র দূর্জয় বর্মণ, জীবন আহমদ, মোঃ নুর আমিন, আব্দুল হাই রেজা ও মোঃ ইকবাল হোসেনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।