মৌলভীবাজার জেলা কৃষকদলের আনন্দ র্যালি অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল,মৌলভীবাজার জেলার নবগটিত আহবায়ক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলা কৃষকদলের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাহিম কবির ও যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলালের যৌথ পরিচালনায় আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগের সভাস্থলে মিলিত হয়।
র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক সাহাদ আহমেদসহ অন্যন্য নেতাকর্মীরা। এছাড়া বিশাল এই র্যালিতে বিভিন্ন উপজেলার ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।