যশোরের শার্শা ও বেনাপোলে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে সমগ্র শার্শা উপজেলায় ও বেনাপোলে উদযাপিত হচ্ছে বিজয়ের ৪৯তম বার্ষিকী। আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আগামী বছর। সব মিলিয়ে এবারের বিজয়ের উদ্যাপনে ভিন্নমাত্রা যোগ হয়েছে। তবে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।
এ উপলক্ষে বুধবার ১৬ই ডিসেম্বর ৬:৪০ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বিজয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন যশোর- ৮৫/১, শার্শা আসনের সংসদ সদস্য মোঃ আফিল উদ্দীন (এম,পি) এরপর পর্যায়ক্রমে উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস,আঃলীগ,
যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,বাস্তহারা লীগ, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে সকাল ৭টার সময় শার্শার কাশীপুরস্থ শহীদ বীরশ্রেষ্ট্র নুর মোহাম্মাদ এর কবরে পৃথকভাবে নূর মোহাম্মদের পরিবার, স্থানীয় প্রশাসন, বিজিবি কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ২৬ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার,উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন ,যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সরদার।
এদিকে সকাল ৯টার সময় শার্শা উপজেলা অডিটরিয়াম হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য যশোর-১,শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আজ ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যা ভাবতেই অবাক লাগে। একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পাই ৭১ পূর্ববতী সময়ে আমরা ছিলাম পরাধীন জাতি। যে জাতির নিজস্ব চিন্তাভাবনার কোন মূল্য ছিলনা। সুন্দরভাবে মায়ের ভাষায় কথা বলব! তাও হরণ করা হতো। ছিনিমিনি খেলা হতো আমাদের জীবন নিয়ে। কি নরক যন্ত্রণাই না আমরা অতিবাহিত করেছি। আজ আমরা স্বাধীন জাতি। মনের মতো করে কথা বলছি আর নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করছি। যা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐকান্তিক প্রচেষ্টা আর দুঃসাহসের কারণে। তাই, সকল সময় বলব, মাথা উঁচু করে বলব: বঙ্গবন্ধু মানেই লাল সবুজের বাংলাদেশ।
সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, ৭১-এ দেশের যেসকল অকূতোভয় বীর বাঙালীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নিজেদের জীবন বাজি রেখে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, আমাদেরকে এনে দিয়েছিলেন লাল সবুজের পতাকা। আমরা তাঁদেরকে শত-শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এ বিজয় আমাদের গর্বের বিজয়। তাই, শত ব্যস্ততার মাঝে হলেও আমাদেরকে ১৬ ডিসেম্বরের বিজয়কে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। নতুন প্রজন্মরা যাতে বঙ্গবন্ধু এবং ১৬ ডিসেম্বর সম্পর্কে জানতে পারে তার জন্য শার্শায় ব্যাপক ভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে শার্শা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি।
উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা উপজেলার আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল আসাদুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুল হাসান, কৃষি কর্মকর্তা সৌতম কুমার সীল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা রফিকুজ্জামান, দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিউর রহমান, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা ফুয়াদুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা দেবসীস সাহা, তথ্যসেবা কর্মকর্তা সুমনা পারভীন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ১১ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, যশোর জেলা পরিষদ সদস্য মোঃ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, পৌর কাউন্সিলর মোঃ আহাদুজ্জামান বকুল,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাতাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,বাস্তহারা লীগের সাধারন সম্পাদক মোঃ আলী, ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন জোয়ার্দার, সেক্রেটারী মোঃ তহিদুজ্জামান তৌহিদ, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন রুবেল, আল-ইমরান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেনাপোল পৌরসভার পক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন এসময় তার সাথে সেখানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উলাশী ইউপি পরিষদ এর চেয়ারম্যান শহিদুল আলম,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, শার্শা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, কৃষি ও সমবায় সম্পাদক আব্দুর রহমান.সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া,পৌর আওয়ামীলীগ এর সদস্য মতিয়ার রহমান মধু, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ,সাবেক ছাত্রনেতা তুহিন ইসলাম ফারাজি,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে বিকাল চারটার সময় বেনাপোল কাস্টম হাউজ এর আয়োজনে কাস্টমস ক্লাব হলরুমে বিজয় দিবস উপলক্ষে উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -১,শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল হক (বীর বিক্রম)অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার ডঃ নেয়ামুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শামসুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল হোসেন ও আলহাজ্ব মহাসিন মিলন,রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ প্রমখ।