র্যাব-৩ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৩
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ বাচ্চু মিয়া @ দানবল @ দানসব গ্রেফতার।
১। রাজধানীর মতিঝিল থানাধীন মতিঝিল পার্ক সংলগ্ন এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ বাচ্চু মিয়া @ দানবল @ দানসব (৪৫), পিতা-মৃত আঃ গফুর, সাং-গুলিস্তান এলাকায় ভাসমান, থানা-পল্টন মডেল, ডিএমপি, ঢাকাকে ১১/০২/২০২৩ তারিখ ০০৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর পল্টন মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।