র্যাবের হাতে দেড়কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোল্লাহাটে দেড় কেজি গাজাসহ মোঃ আল-আমিন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মোল্লা ওবাইদুল রহমানের এর বসত বাড়ির পশ্চিম পাশ থেকে র্যাব সদস্যরা আলআমিনকে আটক করে।
আটক আল-আমিন পুরাতন ঘোষগাতি এলাকার লোকমান খানের ছেলে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।