লন্ডনে চেতনায় বাংলাদেশ ইউকে’র বর্ধিত সভা সম্পন্ন
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২
চেতনায় বাংলাদেশে ইউকে’র বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। গত কাল মঙ্গলবার পূর্ব লন্ডনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রখ্যাত নিউজ প্রেজেন্টার সুমনা সুমি।
শুরুতে সভাপতি শওকত আলী বলেন, এ দেশে শিশু-কিশোর, তরুণরা বেড়ে ওঠে সব ধরনের সুযোগ-সুবিধা এবং মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রয়োজনীয় বিষয়গুলো লাভের মাধ্যমে।ওরা দেখে না কোনো বৈষম্যে। এরপর তাদের স্কুল যেন হয়ে ওঠে শেখা ও আনন্দের আধার ।
এ সব মৌলিক সুবিধার পশে প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা, আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে চেতনায় বাংলাদেশে ইউকে। এ মহতী উদ্যোগে সামিল হতে সবাইকে আহ্বান জানান এই ভাষা গবেষক।
অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আগামী ১৬ অক্টোবর রবিবার বর্ণিল আয়োজনে চেতনায় বাংলাদেশে ইউকে’র নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন সোহেল আহমেদ, নোমান মালিক, তাহমিনা শওকত, আব্দুল সাহেদ, ইয়াসমিন আক্তার, মুনিরা মলি, মিসেস উর্মি, মোবাশ্বেরা বেগম পারু, সাজেদা আহমেদ ,সুবাজিদ নাগ, টিভি নাইনটিন এর সংবাদ কামাল হোসেন, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ।