শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চশমা প্রদান
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার পিড়াগাতি গ্রামের আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক চক্ষু রোগিকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, এলাকার নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার মাধ্যমে চশমা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক আলমগীর হোসেন।
উল্লেখ্য, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকার স্বাস্থ্যসেবা সহ সকল প্রকার উন্নয়ণমূলক কর্মকা- অব্যাহত রেখেছেন।