সাতক্ষীরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৪ মৎস্যজীবী আটক
প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার মৎস্যজীবীকে আটক করেছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার(১৩ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের শাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মৎস্যজীবীরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত আলী সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সোরা গ্রামের মৃত বছির উদ্দিন গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন (খোকন) (৩৬) ও রুহুল আামিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)।
সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা সুলতান আহম্মেদ জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় শনিবার বিকালে চার মৎস্যজীবীকে আটক করা হয়। রবিবার তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আটক মৎস্যজীবীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।