লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা, বিক্রি করতে চান ফ্ল্যাট (ভিডিও)

প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১

তিনি যে কুকুরপ্রেমী সেটা সকলেই জানেন৷ কিন্তু কুকুরদের ওপর হওয়া অত্যাচার আর মেনে নিতে পারছেন না অভিনেত্রী শ্রীলেখা ৷ গতকাল শুক্রবার ফেসবুক লাইভে এসে কার্যত কান্নায় ভেঙে পড়লেন তিনি৷ বলে দিলেন তিনি তার নিজের এই ফ্ল্যাট ছেড়ে দিতে চান৷ কারণ পশুদের ওপর হওগতকাল অত্যাচার মেনে নিতে পারছেন না তিনি৷ এত নেগেটিভিটি তিনি নিতে পারছেন না এমনটাই দাবি শ্রীলেখার৷

শুক্রবার দুপুর ১টা ১৫ নাগাদ ফেসবুক লাইভে আসেন শ্রীলেখা৷ সেখানে তিনি বলেন তার প্রতিবেশীদের মধ্যে কেউ একজন তার একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে৷ এরপরই কার্যত কান্নায় ভেঙে পড়েন শ্রীলেখা৷ বলেন, এমনিতেই তার বাবার মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি৷ আর এবার তিনি আর লড়াই করতে পারছেন না৷ অভিনেত্রীর কথায় তিনি আর তাঁর এই ফ্ল্যাটে থাকতে চান না৷ কারণ তিনি থাকতে পারছেন না৷

শ্রীলেখার কথায়, তিনি হেরে গিয়েছেন৷ তিনি তার এই ফ্ল্যাট বিক্রি করে দিতে চান৷ যা কুকুর পছন্দ করেন না তারা এই ফ্ল্যাট কিনতে পারেন৷ তাঁর কথায়, প্রতিবেশীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের কাছে বিদেশী কুকুর রয়েছে কিন্তু রাস্তার কুকুরকে আবর্জনা মনে করেন তারা৷ শ্রীলেখা আরও বলেন, তিনি নাটক করছেন এটা যাতে কেউ মনে না করেন৷ সত্যি তিনি এবার গিভ আপ করে দেবেন৷ এত নেগেটিভিটি নিয়ে আর থাকতে পারছেন না তিনি৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

আপনার মতামত লিখুন :