মুক্তি পেল তারান্নুম আফরিনের ‘ঘুড়ি’ ভিডিও সহ

প্রকাশিত : ১০ জুন ২০২২

মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ান প্রবাসী শিল্পী তারান্নুম আফরিনের গাওয়া নতুন গান, যার শিরোনাম ‘ঘুড়ি’। এ উপলক্ষে সোমবার (৬ জুন) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় গানচিত্রটির প্রকাশনা উৎসব।

মাহবুব মিনেলের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সাহিত্যিক মনি হায়দার ও সুর করেছেন দ্বীপেষ চক্রবর্তী। মিউজিক করেছেন মাহবুব মিনেল। ভারতের মানালীর বিভিন্ন মনোরম পরিবেশে গানচিত্রটি ধারণ করা হয়। এটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। আর গানচিত্রটিতে অভিনয় করেছেন মডেল জিয়া ও আদিল।

গানটি প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘আমার জীবনে একটি বিশেষ স্থান দখল করে থাকবে আজীবন। তার পিছনে এই গানটির গীতি কবির ভূমিকা অসীম।’

প্রকাশনা উৎসবে ‘ঘুড়ি’ শিরোনামের গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন গানটির গীতিকার মনি হায়দার ও পরিচালক এম এইচ রিজভী। গানটি শ্রোতাদের ভালো লাগলেই তাদের সকল চেষ্টা সফল হবে বলে মন্তব্য করেন।

 

আপনার মতামত লিখুন :