দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২২
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ হাওলাদার(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আলীপুরা ইউনিয়নের মীর মদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার মো. মাহাতাব হাওলাদারের পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির মসজিদে কোরআন শিক্ষা শেষে ঘরে টিভি দেখতে টভিতে লাইন দেয়ার সময় ঘরের মেঝেতে মাল্টিপ্লাগের তারের সাথে পা জড়িয়ে বিদি্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিথুন চন্দ্র হাওলাদার তাকে মৃত বলে ঘোষণা করেন।
আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।