ঝালকাঠিতে তিনটি ডায়াগণস্টিক সেন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২২
ঝালকাঠিতে তিনটি ডায়াগণস্টিক সেন্টার ও সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
ভোক্তা অধিকার জানায়, সকালে সদরের তিনটি ডায়াগণস্টিক সেন্টারে অভিযানকালে নানা অসঙ্গতি পায় পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী স্বাস্থ্যসেবাদানকারী তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ এ অভিযানে সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
মোঃ আঃ রহিম রেজা
ঝালকাঠি প্রতিনিধি