জোয়ারের পনিতে ভাসছে গ্রামীন জনপদ: উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। গভীর সমুদ্রে থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রলার। এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধের বাইরে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। এছাড়া শনিবার রাত থেকে উপক‚লীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ থেকে রামনাবাদ নদীর পানি প্রবেশ করে উপজেলার লালুয়া, চম্পাপুর, ধানখালী ইউনিয়নের গ্রামে পর গ্রাম প্লাবিত হয়েছে। দুই দফা জোয়ারের পনিতে ভাসছে গ্রামীন জনপদ। এতে কৃষকরা রয়েছে সবচেয়ে দূশ্চিন্তায়। অমাবস্যা-পূর্ণিমা আসলেই জোয়ারের পানিতে তাদের এমন অবস্থা হয়।

এদিকে কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ করে অধিকাংশ ট্রলার নিয়ে মৎস্য বন্দর মহিপুর আলিপুর আড়ৎ ঘাটে নেঙ্গর করে রয়েছে। আবহাওয়া অনুকুলে আসলেই এসব ট্রলার আবার সমুদ্রে মাছ শিকারে যাবে।

 

আপনার মতামত লিখুন :