কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়ায় সাপের ছোবলে মারা গেছেন জয়নব বেগম (৫০)ও কামরুন্নাহার (২৮) নামে দুই নারী। তারা সম্পর্কে বউ-শাশুড়ি। খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় ওই এলাকার হাবিবুল বাশারের স্ত্রী কামরুন্নাহারকে একটি বিষধর সাপে ছোবল দেয়।
কামরুন্নাহারের চিৎকারে তার শাশুড়ী জয়নব বেগম পাশের কক্ষ থেকে ছুটে আসলে সাপটি তাকেও ছোবল দেয়। ভোরে তাদেরকে নেয়া হয় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।
হাসপাতালে নেয়ার পথে কামরুন্নাহার মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান শাশুড়ী জয়নব বেগমও। জয়নব বেগম স্থানীয় আব্দুস সাত্তারের স্ত্রী। খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুজ্জামান সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।