কলাপাড়ায় মাছের ঘেরে জালে জড়ানো শিশুর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে নয়া মিয়া (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের একটি মাছের ঘেরের পাশে জালে জড়ানো তার মরদেহটি উদ্ধার করে। মৃত শিশু ওই গ্রামে লিটন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময় মাছের ঘেরে পানি নিস্কাশনের চুঙ্গার মুখে সে পড়ে জালে আটকে যায়। স্থানীয়রা শুক্রবার সকালে তার মৃতদেহটি দেখতে পায়। পুলিশ খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্ততি চলছে।