আখের নতুন জাত লাভজনক হলে ফের চালু হবে বন্ধ চিনিকল
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহযোগীতায় চাষকৃত বিএসআরআই-৪৬ জাতের আখ ক্ষেত পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচীব জাকিয়া সুলতানা। শনিবার দুপুরে দিকে তিনি কালীগঞ্জ সুন্দরপুর গ্রামের কামাল হোসেনের ক্ষেত পরিদর্শন করেন।
এসময় শিল্পমন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে শিল্প সচীব বলেন, আখের এই জাত সারা বাংলাদেশে ৩৫ একর জমিতে পরীক্ষামুলকভাবে চাষ শুরু হয়েছে। এবছর উৎপাদিত আখ থেকে বীজ তৈরি করা হবে এবং আগামী বছর থেকে ক্রাশিংয়ে যাবে।
এই জাতের আখ থেকে চিনি উৎপাদনের হার ধরা হয়েছে অনেক বেশী। এই উৎপাদন যদি সফল হয় তাহলে চিনিকলগুলো আবার লাভে ফিরবে। সে ক্ষেত্রে বন্ধ চিনিকল গুলো আবার চালু করা হবে এবং চিনিকলের যন্ত্রপাতী আধুনিকায়ন করা হবে। সেই সাথে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনাও পরিশোধ করা সম্ভব হবে।