গলাচিপায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকা-মিরপুর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিবর্ষণ ও সন্ত্রাসী আওয়ামী বাহিনীর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের শহরের বাসভবনের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ. ছত্তার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান প্যাদা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান জিয়া , উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান শাহিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ প্যাদা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল প্রমুখ।