কমলগঞ্জে পর্যটকদের উত্যাক্ত করায় দুই বখাটে আটক
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা দম্পতিকে উত্যক্ত করায় দুই বখাটে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের ময়না মিযার পুত্র মোঃ বেলাল হোসেন (৩০) ও বধরুল আলম এর পুত্র নাজমুল ইসলাম ফাহিম (২২)।
জানা গেছে- ঘুরতে আসা পর্যটক রিফাত ও তার বান্ধবী তানজিলাকে দুই বখাকে উত্যাক্ত করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর কমলগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় টুরিস্ট পুলিশ তাদের আটক করে।