সাফের শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করলেন সাবিনা
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২২
হযরত শাহজালাল বিমানবন্দর এখন লোকে লোকারণ্য। সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে সেখানে হাজির হয়েছে হাজারো সমর্থক। গণমাধ্যমের সামনে এ সময় সংক্ষেপে অভিব্যক্তি প্রকাশ করেন কথা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সাবিনা খাতুন। তিনি বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, আর ২০ কোটি বলুন; এই ট্রফি বাংলাদেশের প্রতিটা মানুষের।
সাবিনা খাতুন বলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বরণ করে নেয়ার জন্য। আমরা এখানে হাজির সকলের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের নারী ফুটবলকে যে আপনারা এতটা ভালোবাসেন, তা দেখে আমরা সত্যিই কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন।
সাফ ফুটবলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক সাবিনা খাতুন আরও বলেন, যেহেতু দক্ষিণ এশিয়ার ফুটবলে আমরা ভালো ফলাফল অর্জন করেছি, এরপর অবশ্যই আমরা আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। সেদিকেই থাকবে আমাদের লক্ষ্য।