কুয়াকাটায় গুজব অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার কুয়াকাটা প্রেসক্লাবে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মো.আনোয়ার হোসেন আনু, খান এ রাজ্জাক, মো.মনিরুল ইসলাম, অনন্ত মুখার্জী, এস কে রঞ্জন, সিকদার জাববির হোসেন, মো.ওমর ফারুক প্রমুখ।
এসময় বিরশাল বিভাগীয় জেলা তথ্য অফিসার জাকির হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরে রক্ষনাবেক্ষন প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীন, বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, গণযোগাযোগ অধিদপ্তরসহ হিসাবরক্ষন অফিসার মো.কবীর হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক ও পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার।