কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর দু’পা বিচ্ছিন্ন মায়েরও মৃত্যু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ছেলে মৃত্যুর পর দু’পা বিচ্ছিন্ন হওয়া মা মুক্তা বেগমের (৪২) মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এর আগে দূর্ঘটনায় তার ছেলে জিহাদ (১০) ঘটনাস্থলেই মারা যায়। শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম, ছোট ভাই জুনায়ে দাদী জাহানারা, অটোচালক চালক নুর মোহাম্মদসহ অজ্ঞাত আরো দুইজন। তারা বর্তমানে ঢাকা ও বরিশালে চিকিৎসাধীণ রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক রয়েছে। চালক ও মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আপনার মতামত লিখুন :