পটুয়াখালীর কলাপাড়ায় মীনা দিবস পালিত হয়েছে
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ৯ টায় র্যালী, আলোচনা সভা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, সহকারী শিক্ষা অফিসার রিপন কুমার দাস, মঙ্গলসূূূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।