কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র্যালী
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। “আমাদের জনজীবনে নৌপথ’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে মহিপুরের শিববাড়িয়া নদীতে নৌ র্যালী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ করেন।
মৎস্য অধিদপ্তর এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউএসএআইডি ইকো ফিস-২ সহযোগীতায় বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুয়াকাটা শাখা এর আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী নৌ র্যালী শেষে স্থানীয় জেলে সমবায় সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ডফিস ইকো ফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কুয়াকাটা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ। বক্তারা নদীর দখল ও দূষণরোধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।