কুয়াকাটা নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২
জাহিদুল ইসলাম জাহিদ কুয়াকাটা, (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটনের নতুন ভাবনা এই স্লোগানকে সামনে রেখে। পর্যটন নগরী কুয়াকাটায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
২৭শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় দিবসটি পালন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন করপোরেশনের মোটেল যুব পান্থ নিবাসের সামনে থেকে একটি শোভাযাত্রা ও রেলী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক এবং সমুদ্র সৈকত প্রদক্ষিন শেষে ট্যুরিজম পার্কে গিয়ে শেষ হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে শোভাযাত্রায় আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ,কুয়াকাটা পৌরসভা, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন ( কুটুম), ট্যুর গাইড এসোসিয়েশন, রাখাইন কমিউনিটি, ট্যুরিস্ট বোট মালিক সমিতি, সামাজিক সংগঠন কুয়াকাটা শুভ সংঘ ক্লাবসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শোভযাত্রা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ট্যুরিজম পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়াকাটা টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সঞ্চালন,অতিরিক্ত জেলা প্রশাসক পটুয়াখালীর, হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন,আহম্মেদ মাইনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি মান্নান,এছাড়াও উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহি কর্রকতা,কলাপাড়া পৌর মেয়র,উপজেলা সহকারী ভূমি, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন প্রধান আবদুল খালেক,বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক,কুয়াকাটা পৌর আওয়ামী সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,পর্যটনের নতুন ভাবনায়, নতুন পরিকল্পনা নিয়ে সাজানো হবে কুয়াকাটা।এছাড়াও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফুটবল ম্যাচ ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।