কলাপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা নিবার্চন অফিসার আ:রশিদ, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন প্রমুখ। এ সময় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।